Menu
 
       
বাংলাদেশ

হাওরঞ্চলে স্বাস্থ্য সেবা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা


 
হাওরঞ্চলে স্বাস্থ্য সেবা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা  6942 
 

সুনামগঞ্জ:সুনামগঞ্জের প্রত্যন্ত হাওরঞ্চলসহ তৃণমূলে স্বাস্থ্য সেবা বৃদ্ধির লক্ষ্যে সুইস কন্ট্রাক্ট আস্থা প্রকল্পের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় । এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজজামান, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সফিউল আলম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক, ঢাকার সুইস কন্ট্রাক্ট আস্থা প্রকল্পের সিনিয়র অ্যাডভাইজার ডাঃ জাফর আহ্মাদ হাকিম। এছাড়াও সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, ¯^াস্থ্য বিভাগের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলার হাওরে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা পৌছে দিতে এবং কমিউনিটি হাসপাতালে চিকিৎসার মান ও দক্ষতা বাড়াতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।  
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি


71 নিউজ টিভি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।71 নিউজ টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

 

Banner 2