Menu
 
       
বিনোদন

একজন তারকা কুপ্রস্তাব দিয়েছিলেন অর্চনাকে


 
একজন তারকা কুপ্রস্তাব দিয়েছিলেন অর্চনাকে  14664 
 

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী অর্চনা। বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি তেলেগু একটি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কাস্টিং কাউচের অভিযোগ তুলেছেন এ অভিনেত্রী।

তিনি জানিয়েছেন, দক্ষিণী সিনেমার একজন তারকা অভিনেতা তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কৌশলে বিষয়টি মোকাবেলা করেছেন তিনি। যদিও সেই তারকা অভিনেতার নাম প্রকাশ করেননি অর্চনা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো কিছু না শোনার ভান করি এবং কথার মাধ্যমে ওই ভদ্রলোককে ফিরিয়ে দিই। পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমি কথার মাধ্যমে তাকে বিভ্রান্ত করি। আমার ভালোও লাগছিল কারণ এতো বড় একজন অভিনেতা আমাকে এরকম প্রস্তাব দিয়েছেন। অবশ্য, কুপ্রস্তাব না মানায় সিনেমা থেকে আমার গুরুত্বপূর্ণ দৃশ্য ছেটে ফেলা হয়েছিল।’

কয়েকটি সিনেমায় প্রধান চরিত্র বাদে বেশির ভাগ সিনেমাতেই পার্শ্ব চরিত্রে অভিনয় করেন অর্চনা। তিনি জুনিয়র এনটিআর-এর ইয়ামাদোংগা, মহেশ বাবুর খালেজা, প্রভাসের পূর্ণামি, নাগার্জুনার শ্রী রামাদাসু এবং বালাকৃষ্ণার লায়ন সিনেমায় পার্শ্ব অথবা ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। তিনি রাম চরণের মাগাধিরা সিনেমায় একটি গানে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন কিন্তু পরবর্তীতে তা ফিরিয়ে দেন।

অর্চনা শুধু তেলেগু সিনেমায় অভিনয় করেছেন তা নয়। তামিল, কানাড়া এবং মালায়লাম সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে বলিউড সিনেমায় কাজ করার চেষ্টা করছেন এই অভিনেত্রী।

বর্তমানে একটি নারী কেন্দ্রিক সিনেমায় অভিনয় করছেন অর্চনা। সিনেমাটিতে একজন কাশ্মিরী নারীর  চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটি চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পাবে বলে জানা গেছে।
 


71 নিউজ টিভি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।71 নিউজ টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

 

বিনোদন ঢালিউড  হলিউড ও অন্যান্য  বলিউড  ফিল্ম রিভিউ  শুটিং স্পট  টিভি  মিউজিক 

Banner 2