Menu
 
       
বিনোদন

"চারদিকে ধুম দেখে আমারও বিয়ের সাধ জন্মেছে"


 
"চারদিকে ধুম দেখে আমারও বিয়ের সাধ জন্মেছে"  5304 
 

শুধু বলিউডে নয়, বিশ্বের বেশিরভাগ দেশে পড়েছে বিয়ের ধুম। তবে বলিউড তারকারা যেনো একটু এগিয়ে। এরই মধ্যে বিয়ে করেছেন অভিনেত্রী আনুশকা শর্মা। বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগে তিনিও বিয়ের পর্বটা সেরে ফেলেছেন। বসে নেই টালিউডও। বিয়ে করেছেন টালিউডের অভিনেত্রী পাওলি দাম। 

শোনা যাচ্ছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন। এর বাইরে আরও কয়েকজন বলিউড তারকা এ মৌসুমেই বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। পিছিয়ে নেই ক্যাটরিনা কাইফও। সহকর্মীদের বিয়ের সাজে দেখে নিজেরও সাধ জেগেছে বিয়ে করার। আর বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। বিয়ের পোশাক পরারও নাকি তার খুব শখ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা কাইফ বলেন, সত্যি বলতে চারদিকে যে বিয়ের ধুম দেখছি, তাতে আমারও বিয়ের সাধ জন্মেছে। বিয়ের পোশাকে নিজেকে কল্পনাও করে ফেলেছি। বিয়ের পোশাক পরার খুব শখ আমার। তবে সৃষ্টিকর্তাই জানেন কবে বিয়ে লিখা আছে আমার কপালে।


71 নিউজ টিভি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।71 নিউজ টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

 

বিনোদন Dhallywod  Hollywood & Other  Bollywood  Film reviews  Shooting spot  Tv  Music 

Banner 2