Menu
 
       
বাংলাদেশ

নেত্র‌কোনায় বড়দিন উদযা‌পিত


 
নেত্র‌কোনায় বড়দিন উদযা‌পিত  3588 
 

নেত্রকোনা: যথাযথ মর্যাদায় ও উৎসবসুখর প‌রি‌বে‌শের মধ্য দি‌য়ে নেত্র‌কোনার দুর্গাপু‌রে ‌খ্রিস্টান‌দের সব‌চে‌য়ে বড় ধর্মীয় উৎসব বড়‌দিন পা‌লিত হ‌চ্ছে।
এ উপল‌ক্ষে আজ সোমবার সকা‌লে উপ‌জেলা সদরের উৎরাইল ক্যাথলিক চাচে প্রার্থনা অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে। এসময় ফাদার ফ্যান্সিস বিশ্বের সকল প্রানীর মঙ্গল কামনা করেন।
প্রার্থনায় উপজেলার সকল খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন অংশগ্রহন করেন। এছাড়াও উপজেলার ছোট বড় ৭০টি গীর্জায় সকলের মঙ্গল কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে আজ সকালে স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস প্রার্থনা শেষে ফাদারসহ সকলের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।
দেবল চন্দ্র দাস
নেত্রকোনা প্রতিনিধি


71 নিউজ টিভি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।71 নিউজ টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

 

Banner 2