Menu
 
       
খেলা

কোহলি-আনুশকার নাচের ভিডিও ভাইরাল!


 
কোহলি-আনুশকার নাচের ভিডিও ভাইরাল!  55770 
 

জহির খান-সাগরিকা ঘাটগের রিসেপশন পার্টিতে উপস্থিত হয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

তাঁদের বিয়ের অনুষ্ঠান, রিসেপশন পার্টির ছবি ও ভিডিও সবই ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়ায়। নবদম্পতির বেশে নজর কেড়েছেন জহির-সাগরিকা। তবে জহির-সাগরিকা ছাড়া ও নজরে ছিলেন বিরাট-আনুশকা জুটি।

জহির-সাগরিকার বিয়ে, মেহেন্দি থেকে রিসেপসন সব কিছুতেই দেখা গেছে লাভবার্ড বিরাট কোহলি ও অানুশকা শর্মাকে। রিসেপশন পার্টিতে এমব্রয়ডারি কাজ করা ধূসর ও রূপোলি রঙের লেহেঙ্গায় সেজেছিলেন বলিউড ডিভা অানুশকা। তাঁর সঙ্গে ম্যাচ করেই ধূসর রঙের স্যুট পরেছিলেন বিরাট। বলতেই হচ্ছে দুজনকেই মানিয়েছিল বেশ। তবে আলোচনায় উঠে আসে তাদের নাচ, যা আগুন ধরালো ডান্স ফ্লোরে।


71 নিউজ টিভি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।71 নিউজ টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

 

খেলা Country cricket  International cricket  Football  International football  Other  Kabaddi  BPL 

Banner 2